সীরাত পাঠ প্রতিযোগিতা

নিয়ম-কানুন

  • রেজিষ্ট্রেশনের মাধ্যমে এই কোর্সে ভর্তি হতে হবে।
  • ভর্তির পর আমাদের WhatsApp গ্রুপে আপনাকে যুক্ত করে নেয়া হবে। সেখানে আপনি কোর্স সংক্রান্ত সকল ধরনের ইনফরমেশন পাবেন।
  • রেজিষ্ট্রেশনের সময় যে মোবাইল নম্বর ও ইমেইল নম্বর প্রদান করবেন সম্পুর্ণ কোর্স জুড়ে শুধু মাত্র সে মোবাইল ও ইমেইল নম্বরই ব্যবহার করতে পারবেন। অন্য কোনো নম্বর ব্যবহার করে আপনি কোর্সে অংশ নিতে পারবেন না। 
  • ১০১ দিনের সীরাত পাঠ প্রতিযোগীতা একটি আত্মউন্নয়নমুলক স্টাডি প্ল্যান। বিভিন্ন টপিক ও বইয়ের উপর ভিত্তি করে এমন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
  • এবারের প্রতিযোগিতায় আমরা “আর-রাহীকুল মাখতূম” গ্রন্থটি নির্বাচন করেছি। এটি আমরা মোট ১০১টি অংশে ভাগ করে প্রতিদিন (প্রায় ৫-৬ পৃষ্ঠা) করে পড়বো এবং এর উপর পরীক্ষা (MCQ পদ্ধতিতে ও ১০-২০টি প্রশ্ন হবে) দিবো।
  • প্রতিদিন রাত ৯টায় আগের দিন দেয়া পড়ার অংশের উপর পরীক্ষার জন্য লিংক দেয়া হবে। সময় থাকবে ২৪ ঘন্টা।
  • গুরুত্বের সাথে মনে রাখতে হবে- আপনার ইমেইল নম্বর ব্যবহার করে প্রতিটি পরীক্ষা শুধু একবারই দেয়ার সুযোগ পাবেন।
  • প্রতিটি পরীক্ষা সম্পন্ন করার সাথে সাথে সে পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন, পাশাপাশি কোন কোন প্রশ্ন ভুল হয়েছে সেগুলোর উত্তর দেখে নেয়ার সুযোগ দেয়া হবে।  
  • প্রত্যেকে তাদের নিজস্ব ডেশবোর্ড এ মোট স্কোর সহ প্রোগ্রেস দেখতে পাবে।
  • কোর্স সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে হোয়াটসআপ গ্রুপের এডমিনদেরকে টেক্সট দিবেন।
  • যেহেতু সম্পুর্ন কোর্স শেষে সর্বোচ্চ মার্ক পাওয়াদের পুরস্কার দেয়া হবে সেহেতু পরীক্ষা দেয়ার ক্ষেত্রে একটু মনোযোগি হবার চেষ্টা করবেন।
  • সম্পুর্ন কোর্স শেষে পরীক্ষায় যারা যারা ভালো করবে তাদেরকে পুরস্কার দেয়া হবে।

Tags:

Share:

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

সিলেবাস 00 Orientation 01-02| Marketing Foundation 03-06| Meta Business Setup 07-08| Ads Metrics & Auction 09-10| Campaign Fundamentals 11-12| Campaign...