প্রিয় সুহৃদ,
এখন সময়টার ‘গতির’। বলা হয়ে থাকে- পুর্বের চাইতে এখনকার সময় অনেকগুন গতিশীল। আমরা এখন খুব ভালো করে বুঝতে পারছি, ‘এভাবে আর সম্ভব না’।
কারো কারো মতো আমাকেও বিষয়টা ভাবাচ্ছে। বিশেষ করে চলমান সময়ে দেশে-বিদেশে এমন কিছু ঘটনা ঘটেছে/ঘটছে যার প্রভাব আমার নিওরনে আন্দোলন করছে।
যাক, মুল কথায় আসি-
সময়ের সাথে পাল্লা দিতে হোক অথবা নিজের সাথে বোঝাপড়া কারার জন্যই হোক আমি সিদ্ধান্ত নিয়েছি-
কিছু ‘ইনোভেটিভ’ কাজ করবো যার উদ্দেশ্য হবে নিজ তথা মানব সভ্যতার উন্নয়ন।
আমরা জানি আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ‘ইথিক্স’ রয়েছে, তাই চিন্তা-ভাবনার প্যাটার্ন ও ধাঁচ ভিন্ন। কিন্তু মোরাল ও ইফেকশনাল কিছু বিষয়ে আমরা একমত হতেই পারি। যেমন-
- আমরা অন্যকে সহযোগিতা করতে চাই
- অন্যের ভালো চাই
- অন্যের কষ্ট দেখলে খারাপ লাগে, ভালো দেখলে ভালো লাগে
- নিজেকে ভালো মানুষ হিসেবে ভাবতে ভালো লাগে
- খারাপ কাজ করতে খারাপ লাগে
- মরারপর ভাংগাচুড়া হলেও একটা বেহেশত পেতে চাই, ইত্যাদি।
আমার মনে হয় উপরের বিষয়গুলো কম/বেশি আমাদের সকলের ইথিক্স এর সাথে মেলে। আমি যে পরিকল্পনা করেছি সেটা মোটামুটি সাকসেস হতে পারে যদি উপরোক্ত বিষয়গুলোর সাথে আমরা একমত হয়ে থাকি।
আমার পরিকল্পনা-
আমরা এমন কিছু একটা করবো অথবা করার পরিকল্পনা করবো যার মাধ্যমে-
- আমরা অন্যকে সহযোগিতা করতে পারব
- অন্যের ভালো করতে পারব
- জীবনের মান মর্যাদা বৃদ্ধি পাবে
- সমাজ, দেশ তথা প্রকৃতির উপকার হবে
- সর্বোপরি ভাংগাচুড়া হলেও একটা বেহেশত পাওয়ার আশা করতে পারবো।
এখন কথা হতে পারে- কি করব আমরা? কি করতে হবে আমাদের? কোন পরিকল্পনায় আমরা এগুবো? কি কি করলে এবং কিভাবে করলে এমন কিছু করা হবে?
এসব প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমি বুঝতে পারছি- আমার কিছু চাওয়া উচিত, আর চাওয়ার জন্য কিছু করা উচিত। কিন্তু সত্যিই জানিনা বিষয়টা কিভাবে হবে – – – – –
আপনাদের কাছে আমার আর্জি-
আসুন কিছু একটা করি, যা করার মাধ্যমে আমাদের মুল্যবান মানব জীবন স্বার্থক হয়ে উঠতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সস্তা লুপের মধ্যে লাস্ট কবে থেকে পরে আছি আমার কাছে হিসেব নেই। লাস্ট কবে মুল্যবান/ব্যতিক্রম কিছু একটা করেছি সে কথাও মনে পড়ে না। হয়তো এভাবেই শেষ দমে পৌছে যাবো, কিচ্ছু করা হবে না। বক্সের ভেতরটা এতো বেশি মস্ত্রিন যে এর থেকে বের হতে মন চায় না।
আসুন বেড়ই।
পুনশ্চ: যারা আমার কথাগুলোতে মোটামুটি একমত তাদেরকে ছোট্ট একটা ১০টাকার চায়ের আমন্ত্রন জানাই।
সিদ্ধান্ত আমি নিয়েছি, এবার আপনার পালা। পালা এসে পরলে আমাকে জানান- 017127206832।
আপনাকে খুব বেশি ধন্যবাদ এপর্যন্ত আমার সাথে থাকার জন্য।