আপারস্কীল আপগ্রেশন চলছে

আলহামদুলিল্লাহ,
অনেক দিন ধরেই চাচ্ছিলাম আপারস্কীল এর একটা মেসিভ আপগ্রেশন আনতে। বিভিন্ন প্লাটফর্মে যদিও ইতিমধ্যে অনেক পরিবর্তন আনা হয়েছে, কোর্স মডিউল, ক্লাস ষ্ট্রাকচার, ডাটা রিসার্চ ইত্যাদিতে। কিন্তু আধুনিক সময়ের সাথে তাল মেলানোর জন্য (not for Homna) বিভিন্ন ভাবে উন্নয়ন কাজ চলছে। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে আপারস্কীলকে সম্পুর্ণ রুপে আপগ্রেশন কিভাবে সম্ভব তা বুঝতে পারছিলাম না। যাই হোক, শেষ পর্যন্ত গত ২-৩ মাসের রিসার্চ ও যাচাই-বাছাই করে আজ সকাল ৭:১২ টায় আপারস্কীল এর সকল ডাটা ও সাইট নিয়ে পুণাঙ্গভাবে n8n এর সাথে যুক্ত হলাম। আপাতত ১ বছরের জন্য n8n সার্ভার ব্যবহার করার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। আশা করছি আজ থেকে আপারস্কীল শুধু হোমনা নয় দেশের অধিকাংশ আইটি প্রতিষ্ঠান এ এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর সাথে তাল মিলিয়ে নিজেদেরকে আপগ্রেশন করে চলার যোগ্যতা অর্জনে কাজ করতে পারবে। আপাতত n8n নিয়ে আগামী ১-২ মাস প্রচন্ড গতিতে কাজ করা হবে। আপারস্কীল এর প্রতিটি অর্গান n8n তথা আধুনিক অটোমাইজেশন ও সিস্টেম আপগ্রেশন এর কাজ করা হবে। অন্য প্রতিষ্ঠানের সাথে নয় আমাদের টার্গেট থাকবে ‘সময়ের সাথে সাথে চলার যোগ্যতা অর্জন করা’।
এক্ষেত্রে-
(১) আপারস্কীল এর প্রতিটি অংশে আসবে পুর্নাঙ্গ পরিবর্তন।
(২) ষ্ট্রাকচার ও মডিউল হবে আধুনিক ও AI ইন্টিগ্রেটেড।
(৩) যারা কাজের দায়িত্বে থাকবে তাদের প্রত্যেকে হতে হবে ওয়েল ট্রেইন্ড।
(৪) এর জন্য n8n সহ বিভিন্ন বিষয়ে হতে হবে ১০০% প্রশিক্ষিত।
(৫) যেহেতু কাজের ধরনের আসবে নতুনত্ব সেহেতু প্রত্যেককে প্রতিটি বিষয়ে নতুন করে ট্রেনিং গ্রহন করতে হবে।
(৬) যেহেতু এখন থেকে কাজ হবে অটোমাইজেশন ভিত্তিক সেহেতু এর যে যে অর্গানের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে তাদের নিজ নিজ দায়িত্ব শত ভাগ দায়িত্ব নিয়ে পালন করতে হবে।
(৭) আমাদের মধ্যে যারা নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে ব্যর্থ হবে তাদেরকে ষ্ট্রাকচারাল দায়িত্বে রাখার মতো বোকামি আপারস্কীল আর করতে পারবে না।
(৮) মোদ্দা কথা হলো- আপারস্কীল এতোদিন চলতে আমাদের কথায়, কিন্তু এখন থেকে আপারস্কীল এর কথা/সেটাপ মতো আমাদের সবাইকে চলতে হবে।

(এ বিষয়ে বিস্তারিত পরবর্তী মিটিং এ জানানো হবে)

সিইও, আপারস্কীল।

Tags:

Share:

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

তারিখ: ২৫.০৯.২০২৫ইং আগামী ০১.১০.২০২৫ইং থেকে ০২.১০.২০২৫ইং বুধ ও বৃহস্পতিবার দুর্গাপুজা (নবমী ও দশমী) উপলক্ষ্যে আপারস্কীল একাডেমী ২ দিন বন্ধ থাকবে।...
রেজাল্টশীট লোড হচ্ছে….. একটু অপেক্ষা করুন . . . শিক্ষার্থীর ক্রম অনুসারে রেজাল্ট তালিকা রেজাল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চাইলে-...