Modern Learning Process with AI
লক্ষ্য ও উদ্দেশ্য:
- সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলতে পারা।
- আধুনিক শিক্ষা পদ্ধতি ও গতির সাথে সেতু বন্ধনের প্রচেষ্টা।
- শিক্ষার্থীদের বাসায় থাকা ফোন/ট্যাব/কম্পিউটার ব্যবহার করে দৈনন্দিন জ্ঞান অর্জনের সহয়তাপূর্ণ ইন্টারেকটিভ ট্রেনিং প্রদান।
- AI এর সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত সকল ধরনের সুবিধা গ্রহনের কৌশল শেখানো।
- গ্রাম ও মফস্বল এলাকার শিক্ষার্থীদের শহরের শিক্ষা, আধুনিকতা ও প্রযুক্তিগত পার্থক্য ঘুচিয়ে তাদেরকে সময়োপযোগি সুবিধাগুলো চিনিয়ে দেয়া ও গ্রহন করার মনোভাব তৈরী করা।
- পারিবারিক ও আর্থিক ভাবে সুবিধা বঞ্চিতদের সুবিধা প্রদানের মাধ্যমে আধুনিক শিক্ষা পদ্ধতি সম্পর্কে তথ্য প্রদান।
কার্যক্রম ও করনীয়:
- অল্প সময়ে, সহজে ও আনন্দের সাথে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় ইনফরমেশন প্রদান।
- অংশগ্রহনমুলক ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ক্লাসে মনোযোগি করে তোলা। (বিশেষ করে ফিলিপিন এর শিক্ষা প্রতিষ্ঠানে এর সর্বোচ্চ প্রয়োগ দেখা যায়)
- উৎসাহ, পুরস্কার ও খেলাধূলা ক্লাস রুমের স্টাডিতে যুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আকর্ষন তৈরী করা। (উন্নত দেশগুলোতে বিশেষ করে ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডায় এর সর্বোচ্চ ব্যবহার দেখা যায়।)
- প্রতিটি ক্লাসেই রাখা হবে আকর্ষনীয় “নিউক্লিয়াস” পরিকল্পনা। (আমরা “নিউক্লিয়াস” নামে একটি টিম তৈরী করতে সক্ষম হয়েছি যারা প্রতিনিয়ত রিসার্চ এর মাধ্যমে নতুন, ইউনিক ও ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করে এক একটি প্রজেক্ট তৈরী করে, যা শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠতে সর্বাত্বক সহায়তা করে।)
- আমরা জানি বর্তমান জেনারেশন (জেন-জি) এর চাহিদা, আগ্রহ, দুর্বলতা ও মনস্তাত্বিক চিন্তাভাবনাগুলো কেমন। সেগুলোকে মাথায় রেখেই আমরা তাদের জন্য এই কোর্স মডিউল তৈরী করেছি। যার ফলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মেক্সিমাম শিক্ষার্থীদেরকে আগ্রহের সাথে কোর্সে ধরে রাখতে পারবো।
- কোর্স শেষে তাদেরকে আমরা সার্টিফিকেট এর পাশাপাশি এমন একটি ইউনিক-কোড প্রভাইড করবো যারা মাধ্যমে তারা আগামী সময়ে আমাদের প্রতিটি রিসার্চ এর সাথে অংশ নিতে পারবে, তার মননশীলতা ও আইডিয়া জেনারেট এর মাধ্যকে নিজেকে তুলে ধরতে পারবে আমাদের “আপারস্কীল জার্নাল” এ।
শিখনফল:
- শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ও প্রযুক্তির পার্থক্য বুঝতে পারবে।
- কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে নিজের পড়াশোনা এগিয়ে নিতে পারবে।
- এআই কী এবং এটি তাদের শিক্ষাজীবনে কিভাবে কাজে আসবে তা জানতে পারবে।
- ছোটখাটো ডিজিটাল প্রেজেন্টেশন ও পোস্টার বানাতে পারবে।
- নিরাপদভাবে অনলাইনে কাজ শিখতে পারবে।
- ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রমের সাথে নিজেদের খাপ খাওয়াতে আত্মবিশ্বাসী হবে।